অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্যাংকের ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবেন না। তবে তিনি মন্তব্য করেন, যদি রাজনৈতিক নেতারা টাকার বিনিময়ে মনোনয়ন ও ভোট দেওয়ার প্রবণতা উৎসাহিত করেন, তাহলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে এ বিষয়ে কিছু করার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
বুধবার(১৩ আগস্ট) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় অর্থ উপদেষ্টা অ্যাপটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান ও সদস্য গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
প্রচলিত আইন অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ঋণখেলাপি ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন। তবে নির্বাচন আসলেই এ বিধানের অপব্যবহার ঘটে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভরশীল। তাই নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা, যদিও আদালতের স্থগিতাদেশ বিষয়টিকে জটিল করে তোলে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মহীউদ্দীন খান আলমগীর ঋণখেলাপি হয়েও পাঁচ বছর সংসদে ছিলেন।
কালোটাকা রোধে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি এখনো অর্থ মন্ত্রণালয়ে আসেনি এবং এটি নির্বাচন কমিশনের বিবেচনার বিষয়। কালোটাকার ক্ষেত্রে উৎস ও প্রক্রিয়া—এই দুই দিক রয়েছে। তার মতে, বর্তমানে উৎস আগের তুলনায় অনেকটাই বন্ধ হয়েছে এবং চেক অ্যান্ড ব্যালান্স এখন কার্যকর হচ্ছে।
এছাড়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ মন্তব্য প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক নেতারা নানা ধরনের বক্তব্য দেন। তিনি নিজেও বামপন্থী রাজনীতিতে সক্রিয় থাকাকালে এমন অনেক মন্তব্য করেছেন, যা বাস্তবে কার্যকর হয়নি।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে ব্যক্তিপর্যায়ে সর্বজনীন পেনশন কর্মসূচির চাঁদা পরিশোধ, লগইন, তথ্য যাচাই, নোটিফিকেশন গ্রহণ ও নমিনি পরিবর্তনসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত সংস্থায় ২০২৪ সালের ১ জুলাই থেকে নতুন যোগদানকারী কর্মীদের বাধ্যতামূলকভাবে ‘প্রত্যয়’ পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একইভাবে, নতুন সরকারি কর্মচারীদের জন্য এ বছরের ১ জুলাই থেকে ‘সেবক’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন পিছিয়ে যায়।
গেলো বছর সরকার পতনের দুই দিন আগে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রত্যয়’ বাতিলের ঘোষণা দেন। ফলে ‘সেবক’ চালুর কার্যক্রমও থেমে যায়।
অর্থ উপদেষ্টা এই দুটি কর্মসূচি চালু করার বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন এবং ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধনের আশ্বাস দেন। তিনি বলেন, চালু থাকা সর্বজনীন পেনশন কর্মসূচিতে কেন চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ অংশ নিচ্ছেন না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৫ আগস্ট, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলেল তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।ফুলেল তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়া...
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলেল তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খ...