চট্টগ্রামের আনোয়ারা’য় বৈদ্যুতিক খুঁটিতে আগিুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিইউএফএল রোডের কাফকো এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ফুলকি দেখতে পান তারা৷ পরে একটি বিকট আওয়াজে কেঁপে উঠে বলেও জানা যায়। এসময় আগুন বাড়তে থাকেও বলে জানান স্থানীয়রা।
কাফকোতে কর্মরত প্রত্যক্ষদর্শী মো. আমিনুল ইসলাম বলেন, ডিউটি শেষে অফিসের গেইট দিয়ে বের হয়ে দেখি ইলেকট্রিক্যাল খুঁটিতে বৈদ্যুতিক স্পার্কিং হচ্ছে, অতঃপর একটি শব্দের আওয়াজ হয়ে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় আমি আনোয়ারা ফায়ার স্টেশনকে খবর দিই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২০মিনিটের চেষ্টায় আগুন’টি নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আরিফুজ্জামান বলেন, পাশ্ববর্তী গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিক আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
সিটিজিপোস্ট/এমএইচডি
২৪ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমেে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।এর আগে গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার রাত আড়াইটা পর্যন্...
২৪ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমেে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...