চট্টগ্রামের কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়কে দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। একজন যুবক অত্যন্ত দক্ষতার সঙ্গে বাইক চালিয়ে উপস্থাপন করলেন একাধিক মনোমুগ্ধকর স্টান্ট। তবে এমন ব্যস্ততম সড়কে ঝুঁকিপূর্ণ কসরত করায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ একে দেখছেন অপ্রত্যাশিত ও বিপজ্জনক কার্যকলাপ হিসেবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের টানেল সড়কে এই স্টান্ট প্রদর্শন করেন ইলিয়াস সিকদার নামের এক যুবক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম ঘুরতে এসে ইলিয়াস তার শখের মোটরসাইকেল নিয়ে টানেল সড়কে স্টান্ট করেন। এ সময় তাঁকে চলন্ত বাইকে দাঁড়িয়ে দুই হাতে বল নিয়ে খেলা করতে দেখা যায়। প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে তিনি বাইক চালিয়ে বিভিন্ন কৌশল দেখান। গতি, ভারসাম্য ও নিখুঁত কৌশলের অপূর্ব সমন্বয় দেখে পথচারীরা বিস্মিত হন এবং অনেকে তাঁকে হাততালি দিয়ে উৎসাহ দেন।
বাইক স্টান্ট সম্পর্কে ইলিয়াস সিকদার বলেন, "আমি গত দুই বছর ধরে বাইক স্টান্ট করে আসছি। চলন্ত বাইকে বল নিয়ে খেলা, পানির মধ্যে দাঁড়িয়ে স্টান্ট সবই করেছি। আমি চাই বাইক স্টান্ট করে গিনেস বুকে নাম লেখাতে”
তবে তিনি সতর্ক করে বলেন, "বাইক স্টান্ট করা সহজ নয়। এটা অভ্যাস এবং চর্চার বিষয়। অন্য কেউ যেন ঝুঁকি নিয়ে এমন চেষ্টা না করে। বাইক চালানোর সময় সব সময় হেলমেট পরা ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, কর্ণফুলী টানেল এপ্রোচ সড়কে এই প্রথমবারের মতো এমন ধরনের বাইক স্টান্ট করার ঘটনা সামনে এলো। যদিও অনেকে এটাকে বাহবা দিচ্ছেন, তবে কেউ কেউ নিরাপত্তা ইস্যু সামনে সমালোচনা করেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
২৪ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমেে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।এর আগে গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার রাত আড়াইটা পর্যন্...
২৪ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমেে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...