শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের সমন্বয়ে কক্সবাজারের উখিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উখিয়া উপজেলার মরিচ্চাপালং উচ্চবিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এবং ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শপন শর্মা রনি। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজার এসিও’র সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক এবং সঞ্চালনায় ছিলেন এনজিও শেড-এর প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম। মনিটরিং ও মূল্যায়ন বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন মোঃ সায়েদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার ফিরোজ রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সায়েদ মোহাম্মদ আনোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা সাইফুল ইসলাম। আয়োজনে সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এনজিও শেড, ফুড ফর দ্য হাজরি এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা।
বক্তারা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ পরিবেশ, সঠিক শিক্ষা এবং ভালোবাসাপূর্ণ সমাজ অপরিহার্য। কিন্তু আজও সমাজে শিশু নির্যাতন, বাল্যবিয়ে, অপুষ্টি ও মানবপাচারের মতো গুরুতর সমস্যাগুলো রয়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, প্রতিটি ধর্ম শিশুদের প্রতি স্নেহ, মমতা ও ন্যায়ের শিক্ষা দেয়। তাই মসজিদ, মন্দির, বিহার, বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ বা মিডিয়ায় যারা আছেন, সবাইকে শিশুদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় শিশু সুরক্ষায় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রসার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় নেতাদের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়, যেন শিশুরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে উঠতে পারে।
“শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের নৈতিক দায়িত্ব,” বক্তারা এই বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সিটিজি পোস্ট/ এসএইচএস