বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এর ফলে কক্সবাজারের টেকনাফ ও পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রের ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভ সড়কের একাধিক অংশ ধসে পড়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে।
শুক্রবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ঢেউয়ের তোড়ে ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কুতুবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার রাস্তাঘাট।
এছাড়াও মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে লবণাক্ত পানি, এতে কৃষিজমি এবং জনপদ ঝুঁকির মুখে পড়েছে।
পটুয়াখালীর কুয়াকাটাতেও সমুদ্রের উছলে ওঠা ঢেউয়ে ভেঙেছে মেরিন ড্রাইভের একাধিক অংশ। স্থানীয়রা বলছেন, এভাবে ভাঙন চলতে থাকলে পুরো মেরিন ড্রাইভ সড়ক ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে নোয়াখালীর হাতিয়া, সদরসহ নিচু এলাকায় রাতভর বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাটে পানি ঢুকে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আজ শনিবার উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।