কক্সবাজার সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে ১৯ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি অধ্যক্ষ বরাবর পেশ করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল। আজ (২৩ জুলাই) কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি উত্থাপন করে সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, জেলার বৃহত্তম ও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করলেও তারা নানা সমস্যা ও অনিয়মের মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় শিক্ষা, অবকাঠামো, প্রশাসন, মানবিক সহায়তা ও স্বচ্ছতার ঘাটতি কাটিয়ে কলেজটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানানো হয়।
ছাত্রদলের পক্ষে পেশ করা ১৯ দফা দাবির মধ্যে রয়েছে—কলেজের প্রতিটি শ্রেণিকক্ষকে স্মার্ট ক্লাসে রূপান্তর, সাপ্তাহিক পাঁচ দিন ক্লাসের ব্যবস্থা, সব বিষয়ে মাস্টার্স চালু, বিসিএস ক্যাডারদের দ্বারা ক্লাস পরিচালনা, কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব আধুনিকীকরণ, অবৈধ দোকান উচ্ছেদ, অতিরিক্ত ফি আদায় বন্ধ, দারিদ্র্য তহবিলের সঠিক ব্যবহার ও মেয়েদের জন্য ডে-কেয়ার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং নামাজ কক্ষ স্থাপন।
এছাড়া তারা অভিযোগ করে, দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ জরুরি। ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসে স্বচ্ছতা ও দলীয় প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠারও দাবি জানানো হয়। কলেজ ক্যাম্পাসে একটি মানসম্মত ক্যান্টিন এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার স্থাপনের দাবিও স্মারকলিপিতে রয়েছে।
ছাত্রদল জানায়, এই ১৯ দফা কর্মসূচি শুধু দাবি নয়, বরং এটি কলেজের ভবিষ্যৎ উন্নয়ন ও শিক্ষার পরিবেশ রক্ষার জন্য একটি বাস্তবভিত্তিক রূপরেখা। তারা আশাবাদ ব্যক্ত করে যে, অধ্যক্ষ এসব দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
স্মারকলিপির শেষাংশে বলা হয়, “আমরা বিশ্বাস করি, এই দাবিগুলো বাস্তবায়ন হলে কক্সবাজার সরকারি কলেজ একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।”