শিরোপা নির্ধারণী ম্যাচে ড্র করলেই চলত। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল লড়ল জয়ের মিশনে। নেপালকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের কিশোরীরা। চার গোলই করেছেন দলটির ১০ নম্বর জার্সিধারী মোসাম্মৎ সাগরিকা।
কঠিন আবেগ আর শোকের পরিবেশে শুরু হয়েছিল ম্যাচটি। এর আগে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ১৯ জন, যাদের অধিকাংশই শিশু। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে সেই প্রাণহানির প্রতি শ্রদ্ধা জানায় দুই দল।
তবে মাঠে নেমে সেই বিষাদের ছায়া ভুলে দুর্দান্ত খেলেন সাগরিকা। সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৫০ মিনিটে দ্বিতীয়, ৫৮ মিনিটে হ্যাটট্রিক এবং ৭৬ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন সাগরিকা।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল চার দল- বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। রাউন্ড রবিন ভিত্তিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হয়। সবগুলো ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।
এই টুর্নামেন্টে সাগরিকার ছিল নিষেধাজ্ঞা কাটানোর গল্পও। নেপালের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরেই তিনি হয়ে উঠলেন নায়িকা—পুরো জাতিকে এনে দিলেন আনন্দের খবর।
একদিকে জাতীয় শোক, অন্যদিকে সাফ জয়। বাংলাদেশ আজ এই শোকের দিনে ইতিহাস গড়ল সাগরিকাদের হাত ধরে।
সিটিজি পোস্ট/ এসএইচএস