দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততা—মোট ১৫টি সূচকের ভিত্তিতে এই মূল্যায়নে শীর্ষস্থানে উঠে এসেছে চসিক।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন।
এই আয়োজন ছিল ‘সিটি করপোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০–২০৩০’-এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার অংশ। একইসঙ্গে অনুষ্ঠিত হয় সরকারি পর্যায়ে গঠিত কৌশলপত্র স্টিয়ারিং কমিটির ষষ্ঠ সভা ও ‘সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (JCC) দ্বিতীয় সভা।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরের মূল্যায়নে নির্ধারিত ১৫টি সূচকের ভিত্তিতে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি গভর্ন্যান্স পর্যালোচনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথম স্থান অর্জন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“এই অর্জন চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আমি এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে। ইনশাআল্লাহ চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।”
২৬ জুলাই, ২০২৫
নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার কাজ শুরু হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত একটি ছয় সদস্যের কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ২০ জুলাই প্রতিবেদন জমা দেয়।গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘোষণা করায় ভবিষ্যতে আর কোনো প্রধানমন্ত্রী সেখানে থাকতে পারবেন না। তাই ব...
২৬ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৫ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার কাজ শুরু হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত একটি ছয় সদস্যের কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ২০ জুলাই প্রতিবেদন জমা দেয়।গণভবনকে ‘জুলাই ...