প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘‘নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ বা দোষারোপ গ্রহণ করতে রাজি নয় কমিশন। সরকার যেভাবে চাইবে, সেভাবেই প্রস্তুতি নেবে ইসি। একই সঙ্গে তিনি সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন।’’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে—এমন কোনো ব্লেম আমরা নিতে চাই না। সরকার যখন চাইবে, তখনই আমরা নির্বাচন আয়োজন করতে প্রস্তুত থাকব।”
বৈঠকে নির্বাচনী সহিংসতা বা ‘মব’ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নির্বাচনের দিন ৩০০ আসনে ভোট হবে, ফলে সম্ভাব্য গণ্ডগোল বিভক্ত হয়ে যাবে। ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। যারা মব সৃষ্টি করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থা প্রকাশ করে সিইসি বলেন, ‘‘নির্বাচনকালীন সময়ে পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ইসিকে সহযোগিতা করবে। অতীতেও তারা সহযোগিতা করেছে, ভবিষ্যতেও করবে।’’
গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে তিনি বলেন, “এই দেশটা গুজবের দেশ। গুজবকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছি। আমরা পুরো নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত আনার ব্যবস্থাও করেছি।”
সরকারের সহায়তার বিষয়েও তিনি বলেন, “সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। বাজেট, আইনশৃঙ্খলা বাহিনী—সবকিছুতে তাদের সহযোগিতা লাগবে। তবে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরকার সহযোগিতা করেছে।”
এ সময় কালো টাকা, ঐকমত্য ও স্বচ্ছ নির্বাচনের প্রসঙ্গও আলোচনায় আসে। সিইসি বলেন, কালো টাকা পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সর্বশক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা চলবে।
রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, “আমার ধারণা দলগুলো দেশের স্বার্থে শেষ পর্যন্ত সমঝোতায় আসবে। এতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।”
বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...