বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবহৃত ১০টি উড়োজাহাজের চাকা নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেডে রাখা চাকাগুলো খুঁজে পাওয়া যায়নি। এরপর সোমবার (১৮ আগস্ট) বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডি করেন।
জিডিতে সরাসরি ‘চুরি’ শব্দটি ব্যবহার না করা হলেও উল্লেখ করা হয়েছে, চাকাগুলো খুঁজে না পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে। তাদের কাছ থেকে জানা যায়, দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে এই ১০টি চাকা ‘ব্যবহারের জন্য’ দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।
বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিটি চাকাই অত্যন্ত দামী। একেকটির দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। সেই হিসাবে প্রায় এক কোটি টাকার সম্পদ অনুমতি ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। যদিও চাকাগুলোর ব্যবহার মেয়াদ শেষ হয়েছিল, তবুও সেগুলো বিমানের সম্পত্তি এবং নিয়ম অনুযায়ী নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি হওয়ার কথা ছিল।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ একটি জিডি করেছে। পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পর...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম এবার ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে পরিচালনার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ চার দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র ম...