মাত্র ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান যখন ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন মনে হচ্ছিল সহজেই জিতবে বাংলাদেশ। তবে এক ফাহিম আশরাফই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বসেছিলেন। শেষ পর্যন্ত সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ৮ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এদিন বাংলাদেশ একাদশে আসে দুই পরিবর্তন। ওপেনিংয়ে নামানো হয় নাঈম শেখকে, তবে তিনি হতাশ করেন (৩)। অধিনায়ক লিটন দাসও ফিরে যান মাত্র ৮ রানে। শূন্য রানে রান আউট হন তাওহীদ হৃদয়। এরপর ইমনও (১৩) বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।
৪ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে সামাল দেন জাকের আলী ও শেখ মেহেদি হাসান, গড়েন ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। মেহেদি ২৫ বলে ৩৩ রান করেন দুটি চার ও দুটি ছক্কায়। তবে এরপর শামীম পাটোয়ারি ১ রানে বোল্ড হয়ে গেলে আবার চাপ তৈরি হয়।
তবে জাকের আলী শেষ পর্যন্ত দলের ইনিংসটাকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। ৪৮ বলে ৫৫ রান করেন ৫টি ছক্কা ও ১টি চারে। শেষ পর্যন্ত বাংলাদেশ করে ১৩৩ রান।
জবাবে খেলতে নেমে পাকিস্তান শুরুর ধাক্কায় কাঁপতে থাকে। ১৫ রানে ৫ উইকেট হারিয়ে তাদের হারের শঙ্কা ঘনিয়ে ওঠে। তবে ফাহিম আশরাফ একাই লড়াই চালিয়ে যান। শেষ দিকে ম্যাচ জমে উঠলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ বলে অলআউট হয়ে যায় পাকিস্তান। তারা করে ১২৫ রান।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচসেরা নির্বাচিত হন জাকের আলী অনিক।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার বাস্কেটবল মাঠে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।ফাইনাল খেলায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার বাস্কেটবল মাঠে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতর...