রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরাদ্দকৃত কোটার আওতায় ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ জন ড্রাইভারকে প্লট দেয়ার ঘটনা উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের সবাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরের ড্রাইভার ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদক জানায়, বরাদ্দ সংক্রান্ত অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ঝিলমিল প্রকল্পে সাধারণত চারটি নির্ধারিত শ্রেণিতে—শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও বিশেষ অবদানের স্বীকৃতিপ্রাপ্ত নাগরিকদের জন্য বরাদ্দ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম উপেক্ষা করে ড্রাইভারদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দুদকের একটি দল গতকাল বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে এই ১৫ ড্রাইভারকে বিশেষ কোটায় প্লট দেওয়া হয়েছিল।
প্লটপ্রাপ্ত ড্রাইভারদের মধ্যে রয়েছেন:
সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিললা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম ও নুরুন্নবী।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, রাজউকের ফাইল পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট ড্রাইভারদের নাম শেখ হাসিনার দফতর থেকে সুপারিশ করে পাঠানো হয়েছিল। যদিও তাদের ‘রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান’-এর কোনো প্রমাণ বা স্বীকৃতি পাওয়া যায়নি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...