চিকিৎসকরা রোগীর কথা না শুনে অপ্রয়োজনীয় পরীক্ষা ও ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতার সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, "মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন সমস্যা নেই, কিন্তু গরিব রোগীদের ১৪–১৫টা টেস্ট দেওয়া বন্ধ করুন।"
শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল অভিযোগ করেন, "নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়। পৃথিবীর কোথায় ডাক্তাররা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য আলাদা সময় দেন? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?” প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন, নার্সদের সামান্য বেতনে ভালো সেবা আশা করা যায় না। হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুনাফা করুন, তবে কম মুনাফা করুন।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে অযৌক্তিক মুনাফা বন্ধ করতে হবে। “স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছে, এটা জাতির জন্য লজ্জাজনক,” বলেন তিনি।
তিনি জানান, লাইসেন্স নবায়নের জটিলতা কমাতে একটি দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাঠামোগত সংস্কারের ওপরও জোর দেন তিনি।
বিপিএইচসিডিওএর সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম বলেন, চিকিৎসায় ভুল বা অবহেলার অভিযোগে গণহারে মামলা-গ্রেপ্তার করা উচিত নয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিলে তারা আপত্তি করবেন না।
তিনি আরও জানান, সব হাসপাতাল মালিকদের তথ্য নিয়ে একটি ডিজিটাল ডেটাবেজ তৈরি করা হবে। “আমাদের ২৬০০ সদস্য আছে, শিগগিরই তা ৩–৪ হাজারে উন্নীত হবে। নিবন্ধিত হাসপাতাল ছাড়া কেউ সদস্য হতে পারবে না।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...