জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, “জুলাই শহীদরা শুধু স্মৃতির অংশ নন, তাদের রক্ত আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা। এই শহীদরা আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”
রবিবার (২০ জুলাই) কানাডার টরন্টোর বাংলাদেশ কানাডিয়ান কমিউনিটি সেন্টারে “গণঅভ্যুত্থান ২০২৪:, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কানাডা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আগত বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ডা. শাহাদাত বলেন, “শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বদ্ধপরিকর।” সভার শুরুতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, “সংস্কার হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে, সেটাই আসল সংস্কার কর্মসূচি। অতীতে স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকারসহ বহু সংস্কার এসেছে বিএনপির হাত ধরে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে।”
আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে ডা. শাহাদাত বলেন, “বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক, কেউ সুফল পায়নি। শহীদ জিয়ার পতাকা ও আদর্শ নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে।”
সভায় সভাপতিত্ব করেন কানাডা বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আলোচনায় আরও বক্তব্য রাখেন অন্টারিও বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. কামরুল হুদা সোহেল, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফারুক খান, উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, সহসভাপতি ডা. আবু ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক রিমন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যাণে এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেয় পুলিশ।সাংবাদিকদের দাবি, তাদের পরিচয় থাকা সত্ত্বেও পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করেছে, যা ন...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যাণে এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের কাজে...