জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক প্রস্তুতিমূলক বৈঠক। এ উপলক্ষে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের আজ (রোববার) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন তিনি।
ব্রিফিংয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ৫০টিরও বেশি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়তে বসেছিল। এ অবস্থায় প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানান। এর প্রেক্ষিতে ১০৬টি দেশ সম্মেলনটির পক্ষে সমর্থন জানায়।
খলিলুর রহমান বলেন, “সম্মেলনটি শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের জন্যও একটি স্থায়ী ও কার্যকর সমাধানের পথনির্দেশক হবে। তাই রোহিঙ্গাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন এবং কণ্ঠস্বর তুলে ধরার প্রচেষ্টা চলছে।”
তিনি আরও জানান, যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য নয়, তাই আন্তর্জাতিক মঞ্চে তাদের হয়ে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে অংশ নেওয়া এক রাষ্ট্রদূত জানান, কক্সবাজার সম্মেলনের শিডিউল নির্ধারণ করা হয়েছে এবং অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে।
সিটিজি পোস্ট/এআই
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...