লোহাগাড়ার পদুয়ায় গতকাল সড়ক দূর্ঘটনায় নিহত তিন জনশক্তির শোকাহত পরিবারের খোঁজখবর নেয়া এবং নিহতের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে নিহতদের পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারতে আরও অংশগ্রহণ করেন সাতকানিয়া উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সাতকানিয়া সদর ইউনিয়নের আমীর মাওলানা মাহমুদুল হক, নায়েবে আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সাতকানিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দিন, পদুয়া জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জিয়াউল হক, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাদেক হোসাইন সহ প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় জেলা আমীর নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয় দায়িত্বশীল ও কর্মীদেরকে পরিবারগুলোর সুখে দুঃখে তাদের পাশে থাকার আহবান জানান।
আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, নিহতদের অতীত জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁদের পরিবারসমূহকে সবরের জামিল দান করুন। আর ভবিষ্যতে যেন আর কোন পরিবারকে এরকম স্বামী বা পিতা হারা না করেন সেজন্য রবের কাছে মুনাজাত করেন। সকল জনশক্তিকে মানবিক, সামাজিক এবং সুন্নাহ ভিত্তিক কাজে বেশি বেশি অংশ নেওয়ার তাওফিক দান করুন।