"জুলাই ঘোষণাপত্র বাস্তব হবেই।"—এই প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান’-কে রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে একটি সর্বসম্মত ঘোষণাপত্র প্রকাশের লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে।
মাহফুজ বলেন, "জুলাই শহিদ ও আহতদের আত্মত্যাগের প্রতি আমরা দায়বদ্ধ। এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা শুধু ইতিহাস লিখছি না—আমরা রাষ্ট্রের নৈতিক দায়টিও প্রতিষ্ঠা করতে যাচ্ছি।"
বিবৃতিতে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রটি মূলত ৩১ ডিসেম্বর ২০২৪-এ প্রকাশের কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না থাকায় প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়। ফেব্রুয়ারিতে বিভিন্ন দলের খসড়া প্রস্তুত হলেও ধারাসমূহ নিয়ে আদর্শিক মতবিরোধ সৃষ্টি হয়। মার্চ ও এপ্রিল মাসে সংলাপ স্থবির হয়ে পড়ে, রমজানের জন্য প্রক্রিয়া আরও পিছিয়ে যায়।
মাহফুজ আলম জানান, মে মাসে তিনি বিষয়টি আবার উত্থাপন করলে প্রথমে অনেকেই অনাগ্রহ দেখায়। তবে জুনে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, জ্যেষ্ঠ উপদেষ্টারা বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শুরু করেন।
জুলাই মাসজুড়ে এই বিষয়ে একাধিক আলোচনা হলেও কিছু ঐতিহাসিক ও আদর্শিক বিষয় নিয়ে এখনো মতানৈক্য রয়েছে। “ছাত্রদের অনেক বক্তব্য ইতোমধ্যে নেগোশিয়েটেড হয়েছে। আশা করি, সবাই ছাড় দিয়ে এই প্রজন্মের সংগ্রামকে সম্মান জানাবেন,” বলেন উপদেষ্টা মাহফুজ।
ঘোষণাপত্রের মাধ্যমে শুধু একটি ছাত্র-জনতার আন্দোলনের স্বীকৃতি নয়—একটি নতুন রাজনৈতিক ইতিহাস নির্মাণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মাহফুজ বলেন, “দল-মত-আদর্শ নির্বিশেষে আমরা সবসময় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর প্রতি সম্মান দেখিয়েছি। অথচ জুলাই ছাত্র-জনতার ন্যায্য স্বীকৃতি বহুবার বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার আর তা হতে দেওয়া হবে না।”
তিনি আশাবাদী, ৫ আগস্টের আগেই সব পক্ষের সঙ্গে ঐকমত্যে পৌঁছে ঘোষণাপত্র প্রকাশ সম্ভব হবে। “এটি শুধু একটি ঘোষণাপত্র নয়, বরং রাষ্ট্রীয় স্বীকৃতির একটি মাইলফলক,” বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...