চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মায়ানমারগামী একটি কার্গোবোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পতেঙ্গা থানাধীন কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ৫১ লাখ টাকার খাদ্যসামগ্রী, বস্ত্র ও পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি সন্দেহজনক কার্গোবোটে তল্লাশি চালানো হয়। এসময় শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
আটককৃত পাচারকারী, জব্দকৃত বোট ও পণ্যসম্ভার আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩০ আগস্ট, ২০২৫
জ্ঞান বিনিময়, নেটওয়ার্ক গঠন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের উদ্যোগে “আগামীকালের জন্য ভবিষ্যৎ-প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা” শীর্ষক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম সিরিজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়। পিএমআই বাংলাদেশ চ্য...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
জ্ঞান বিনিময়, নেটওয়ার্ক গঠন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের উদ্যোগে “আগামীকালের জন্য ভবিষ্যৎ-প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা” শীর্ষক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম সিরিজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ...