জ্ঞান বিনিময়, নেটওয়ার্ক গঠন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের উদ্যোগে “আগামীকালের জন্য ভবিষ্যৎ-প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা” শীর্ষক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম সিরিজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়। পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ১৫০ জনের বেশি পেশাদারের অংশগ্রহণে এই সিম্পোজিয়াম বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রবৃদ্ধিমুখী বাংলাদেশের উন্নয়নে কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এটিএম ইকবাল চৌধুরী তার স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, প্রকল্প ব্যবস্থাপনা সম্প্রদায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।
এছাড়াও তিনি প্রকল্প সাফল্য সর্বাধিক করার লক্ষ্যে শিক্ষা ও কর্পোরেট সেক্টরের সম্পৃক্ততা, পেশাজীবীদের সেবা এবং উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধির তিনটি কৌশলগত দিকনির্দেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এজেড কনসাল্টিংয়ের প্রধান নির্বাহী পরামর্শদাতা আহমেদ জিবরান। তিনি অনিশ্চয়তার মধ্যেও নেতৃত্ব ও দল পরিচালনার কৌশল নিয়ে বক্তব্য দেন।
এছাড়ও টেক নভেলটি লিমিটেডের সিটিও আরিফুর রহমান স্থিতিস্থাপক প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস (PMO) গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এদিকে বক্তব্যে স্টেকহোল্ডারদের অংশীদার হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেন র্যানকন হোল্ডিংস লিমিটেডের পরিচালক মাশিদ রহমান।
এছাড়া অনুষ্ঠানে প্যানাসিয়া কনসাল্টিং গ্রুপের এমডি ড. আজিম মোহাম্মদ প্রকল্প ব্যবস্থাপনায় লিন নীতি ও অ্যাজাইল অনুশীলনের সমন্বয়ের সুফল ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপনায় জেনারেটিভ এআই ও প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন ওয়েব ফন্টেইন বাংলাদেশের দীপেশ বণিক।
প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়ামের অন্যতম আকর্ষণ ছিল উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে অংশ নেন বিএসআরএমের জিএম ও হেড অব স্ট্র্যাটেজিক প্রজেক্টস সঞ্জয় মুকুন্দভাই ঠক্কর, র্যানকন এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন এবং পিটুপি ও উইকনের ডিরেক্টর মাহাদী ইফতেখার।
পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক কে এম রেফাউল এহসান এই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি গ্রহণ, নেতৃত্বের মানসিকতার পরিবর্তন এবং নীতি সহায়তার সমন্বয় জরুরি।
অনুষ্ঠানটি বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা সম্প্রদায়ের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরেছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়ামের আয়োজকরা জানান, এই সিম্পোজিয়াম প্রকল্প ব্যবস্থাপনায় নতুন প্রবণতা ও প্রযুক্তি অন্বেষণ, সেরা অনুশীলন ভাগাভাগি এবং শিল্প বিশেষজ্ঞদের দিকনির্দেশনা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে কাজ করেছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
৩১ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের সংবার প্রচারের পর তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরপর'ই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ আসে । দলীয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বা...
৩১ আগস্ট, ২০২৫
৩১ আগস্ট, ২০২৫
৩১ আগস্ট, ২০২৫
৩১ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩১ আগস্ট, ২০২৫
সিটিজি পোস্টের সংবার প্রচারের পর তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরপর'ই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ আসে । দলীয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দে...