সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সাদাপাথর উত্তোলন ও অপসারণে জড়িতদের তালিকা ৬০ দিনের মধ্যে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশনা এসেছে।
একই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিভিল প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত সাদাপাথর ভোলাগঞ্জ কোয়ারিতে সাত দিনের মধ্যে পুনঃস্থাপন করতে হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার নেতৃত্বে এই আদেশ দেন। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবারের তারিখ ঠিক করেছে।
এই রিটটি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করে। এর আগে গত বুধবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ‘সিলেটের সাদাপাথর গায়েব: প্রশাসনের নিষ্ক্রিয়তায় নজিরবিহীন লুটপাট’ শিরোনামের প্রতিবেদনের ভিত্তিতে চার আইনজীবী আদালতে রিট দাখিল করেন।
হাইকোর্ট আদেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিন মাসের মধ্যে আর্থিক, প্রতিবেশ ও পরিবেশগত ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ পরিবেশসচিব ও খনিজ সম্পদ সচিবকে দেওয়া হয়েছে।
ভোলাগঞ্জ কোয়ারি এলাকা থেকে সাদাপাথর উত্তোলন ও অপসারণ রোধে ৪৮ ঘণ্টার মধ্যে সার্বক্ষণিক তদারকির জন্য মনিটরিং টিম গঠন করে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে স্থানীয় প্রশাসন ও বিবাদীদের বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ; সহকারী আইনজীবী সঞ্জয় মণ্ডল সহায়তা করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহা. এরশাদুল বারী খন্দকার।
মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, রুলে জানতে চাওয়া হয়েছে কেন প্রশাসনের নিষ্ক্রিয়তা বেআইনি ঘোষণা করা হবে না, সাদাপাথর এলাকা সংরক্ষণের নির্দেশ দেওয়া হবে না, ‘ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া’ ঘোষণা করা হবে না এবং পরিবেশের ক্ষতির সমপরিমাণ অর্থ দায়ীদের কাছ থেকে আদায়ের নির্দেশ দেওয়া হবে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেট জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ করবেন। সেই সঙ্গে এ প্রক্রিয়া ধাপে ধাপে সব সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করার আশ্বাসও দিয়েছিলেন।...
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ কর...