আবারো খালি হলো মায়ের বুক, নালায় পড়ে শিশুর মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯/৭/২০২৫, ৬:৩২:০২ PM

আবারো খালি হলো মায়ের বুক, নালায় পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহরের নয়াবাজার এলাকায় নালায় পড়ে হুমায়রা(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) দুপুরে এই ঘটনা ঘটে।


শিশুটি এলাকার একটি পাঁচতলা সংলগ্ন বিল্ডিংয়ের পাশে রাস্তাটি দিয়ে দোকানে যাচ্ছিল। সে সময় বিল্ডিং সংলগ্ন ছোট নালায় পড়ে গিয়ে প্রচন্ড স্রোতে ভেসে যায় এবং ৩০০ ফিট গিয়ে একটা পাইপের সাথে আটকে যায়। পরবর্তীতে এলাকাবাসীর একঘন্টার চেষ্টায় ওই শিশুর মরদেহ উদ্ধার হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. সেলিম জানান, হুমায়রা নামের ওই শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে একটি খোলা নালায় পড়ে যায় সে। নালার ঢাকনাটি খোলা থাকায় সেটির উপর জমে থাকা পানিতে নালাটি আলাদা করে বোঝা যাচ্ছিল না। অসতর্কভাবে পা রাখতেই শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, আশপাশের কয়েকজন লোক তাৎক্ষণিকভাবে উদ্ধার প্রচেষ্টা চালালেও সফল হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে অতিভারি বৃষ্টির আশঙ্কা, উপকূলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

চট্টগ্রামে অতিভারি বৃষ্টির আশঙ্কা, উপকূলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

১০ জুলাই, ২০২৫

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপ ও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করতে পারে বলে সতর্ক বার্তায় ...