চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সড়ক রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ৭-৮ বছর ধরে স্থানীয় প্রভাবশালী একটি মহল ইছামতি নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে, ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গ্রামীণ সড়ক ভেঙে পড়ায় যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে নারী ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা সরেজমিন তদন্তের মাধ্যমে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান। এসময় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য রুবি আক্তার, মুরুব্বি ওয়াকিল আহমদ, লোকমান সওদাগর, সৈয়দুর রহমান, ডা. কাজল, ফরহাদ, মুহাম্মদ মোজাম্মেল, সাজ্জাদ, জামাল, জসিম, জামশেদ, জমির, নয়ন, রাসেল নাথ, রাজু, ইমরানসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং এলাকার সড়ক ও বসতবাড়ি টিকে থাকবে। ইতোমধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সড়ক রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাছান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজিপোস্ট/এমএইচডি
১ অক্টোবর, ২০২৫
দক্ষিন রাঙ্গুনিয়া সুখবিলাশ সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আবছার তালুকদারের অনিয়ম দুর্নীতির তদন্ত ও মসজিদের আয়-ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লীরা। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মোলনের আয়োজন করে মুসল্লী পরিষদ নামের ব্যানারে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মওলানা নেজাম উদ্...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
দক্ষিন রাঙ্গুনিয়া সুখবিলাশ সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আবছার তালুকদারের অনিয়ম দুর্নীতির তদন্ত ও মসজিদের আয়-ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লীরা। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গনে এই...