চার দফা দাবিতে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে আগামী ২০ জুলাই 'সকাল ৬টা থেকে ২১ জুলাই সকাল ৬টা পর্যন্ত' ২৪ ঘণ্টার পণ্য ও গণপরিবহণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্যপরিবহণ মালিক ফেডারেশন’।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব মো. হুমায়ুন কবির সোহেল।
ধর্মঘট কার্যকর থাকবে, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায়। এই পাঁচ জেলার সব রুটে পণ্য পরিবহণকারী যানবাহন ও গণপরিবহণ সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
ধর্মঘটের পেছনে চার দফা দাবি:
১. ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনের মালিক ও শ্রমিকস্বার্থবিরোধী সব ধারা সংশোধন।
২. যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা।
৩. গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে না দেওয়া।
৪. বাণিজ্যিক যানবাহনের অগ্রিম আয়কর পূর্বের নিয়মে বহাল রাখা।
সংগঠনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি।”
সংগঠনের অন্যান্য নেতা মৃণাল চৌধুরী, মো. মুছা ও অলি আহম্মদ বলেন, ধর্মঘট শান্তিপূর্ণ থাকবে, তবে দাবি আদায়ে তাঁরা প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাবেন।
এই ধর্মঘটের ফলে চট্টগ্রাম ও পার্বত্য জেলায় জরুরি পণ্য সরবরাহ, গণপরিবহণ এবং যাত্রী চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সমালোচনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না, তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের চিড় ধরবে।”বুধবার (১৬ জুলাই) চট্...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সমালোচনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি কর...