জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সংঘটিত সহিংস হামলায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন বর্তমান শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ৭৩ জন সাবেক শিক্ষার্থীর একাডেমিক সনদ বাতিল করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে, রোববার (৪ আগস্ট) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য জানান, “গত বছরের জুলাইয়ে আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় মোট ২২৯ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছিল। এর মধ্যে ৯৯ জন ছিলেন সাবেক এবং ১৩০ জন ছিলেন বর্তমান শিক্ষার্থী।”
তিনি বলেন, “বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনের সংশ্লিষ্টতা গুরুতর হওয়ায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩৭ জনকে দুই বছরের জন্য, ৮ জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০ জন শিক্ষার্থীকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
সাবেক শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, “৯৯ জনের মধ্যে ৭৩ জনের একাডেমিক সনদ বাতিল করা হয়েছে। ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে এবং ২০ জন অভিযোগ থেকে খালাস পেয়েছেন।”
উপাচার্য আরও বলেন, “ঘটনার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে, যাতে বহিরাগত হামলাকারী, উসকানিদাতা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করে ক্যাম্পাসে প্রবেশকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করা যায়।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে একটি আন্দোলন চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর সংঘটিত হয় এই সহিংস হামলা, যা বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন সম্পন্ন করা যায়।মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্...
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফে...