নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে সবার চেষ্টা থাকে পরিচিতজনকে এসব পদে রাখার। এ অবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করতে এসপি-ওসিদের লটারির মাধ্যমে পোস্টিং দেওয়া হবে।
মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব, পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পর এসব বদলির ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তাই তার আগেই এসপি ও ওসিদের বদলি করা হবে। এসপিদের লটারি হবে মন্ত্রণালয়ে, আর ওসিদের বিভাগীয় পর্যায়ে।
ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। তিনি জানান, ৪৭ হাজার কেন্দ্রেই বডিওর্ন ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে। কেন্দ্রের সিনিয়র পুলিশ সদস্য এটি বহন করবেন।
তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসারদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হবে যাতে তারা নিরাপদে কেন্দ্রে অবস্থান করতে পারেন। তাদের সঙ্গে পুলিশ ও আনসার থাকবে।
ভোটের সময় মাঠে আনসার থেকে সেনাবাহিনী পর্যন্ত প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান উপদেষ্টা। এসব বাহিনীর সদস্যদের নিজ নিজ বাহিনী ট্রেনিং দেবে এবং এক মহড়া আয়োজন করা হবে বলেও জানান তিনি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৬ আগস্ট, ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ভোটের দিন সকালেই কেন্দ্রে পাঠাবে সরকার। এর আগে জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট অঞ্চলে এসব সামগ্রী পৌঁছে দেবে নির্বাচন কমিশন।নির্বাচনে ‘রাতের ভোট’ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব...
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ভোটের দিন সকালেই কেন্দ্রে পাঠাবে সরকার। এর আগে জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট অঞ্চলে এসব সামগ্রী পৌঁছে দেবে নির্বাচন কমিশন।নির্বাচনে ‘রাতের ভোট’ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা...