বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে। এর আগে সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন এবং সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বিষয়টিকে "গুজব" বলে প্রত্যাখ্যান করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
বিকেলে এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন দলীয় নেতাদের কক্সবাজার সফরের প্রকৃত কারণ জানান। তিনি বলেন, এনসিপির তিনজন নেতা-আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন। উপদেষ্টা পরিষদ গঠনে লিঁয়াজো কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও, নাসিরুদ্দিন পাটওয়ারী সেই আমন্ত্রণ পাননি।
মুশফিক উস সালেহীন আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের মধ্যে হাতে গোনা কয়েকজনই দাওয়াত পেয়েছেন। স্থান সংকুলানের অভাবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি। আমন্ত্রিতদের মধ্যে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ থাকলেও, অধিকাংশ সমন্বয়কদের বাদ দিয়ে তাদের উপস্থিতিকে সমীচীন মনে করেননি তারা নিজেরাও।
তিনি আরও বলেন, “এক মাসে প্রায় ৮ হাজার কিলোমিটার ভ্রমণ করে পদযাত্রা ও অগণিত সমাবেশে অংশ নিতে গিয়ে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি। হাসনাত কিছুটা বেশি অসুস্থ হয়ে পড়ে, যা নিয়ে সংবাদও প্রকাশিত হয়। সারজিসও জ্বর, ঠাণ্ডা ও কাশিতে ভুগেছে। এই অবস্থায় ৩০ দিনের টানা কর্মসূচি শেষে কেউ যদি দুই দিন সমুদ্রপাড়ে ঘুরতে যায়, সেটা কি খুব অস্বাভাবিক? তাছাড়া, ৫ আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে সরকারি অব্যবস্থাপনার কারণে কেউ কেউ আমন্ত্রণ পাননি এবং বাকিরাও যোগদান থেকে বিরত থাকছেন।”
এনসিপি নেতারা পিটার হাসের কক্সবাজারে উপস্থিত থাকার খবরকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন এবং বিষয়টি নিয়ে কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন সম্পন্ন করা যায়।মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্...
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে রমজান শুরুর আগে, অর্থাৎ ফে...