আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ভোটের দিন সকালেই কেন্দ্রে পাঠাবে সরকার। এর আগে জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট অঞ্চলে এসব সামগ্রী পৌঁছে দেবে নির্বাচন কমিশন।
নির্বাচনে ‘রাতের ভোট’ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা পরা বাধ্যতামূলক করা হবে।
গত ৯ জুলাই যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন প্রস্তুতি ও সংস্কার সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার ঘোষিত সময় অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।
এরই অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করে বদলির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে ১৫ দিন নির্দিষ্ট রুট ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন—ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। নির্বাচনী এলাকায় ৭ দিন মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার ভাষ্য, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশে ১১ হাজার, বিজিবিতে ৫,৫১৩, কোস্টগার্ডে ৬৩৪ ও আনসারে ২,১৪৫ জন নতুন সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
৮ লাখ আইন-শৃঙ্খলা রক্ষী সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ১ লাখ ৪১ হাজার পুলিশ, ৪৭ হাজার অস্ত্রধারী ও সাধারণ আনসার, ৪৭ হাজার লাঠিসহ আনসার-ভিডিপি এবং ৯৪ হাজার গ্রাম পুলিশ ও দফাদার রয়েছেন।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে ৬০ হাজার সদস্য। স্ট্রাইকিং ফোর্স ও অন্যান্য বাহিনীর দায়িত্ব নির্ধারণ করবেন জেলা পুলিশ সুপার বা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে।
অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক বিচার নিশ্চিত করতে নির্দেশিকা তৈরি এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বৈঠকের কার্যবিবরণীতে।
ভোটারদের সহায়তায় ১৮-৩৩ বছর বয়সীদের জন্য পৃথক বুথ ও নারী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রতিটি জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট থাকবে, যারা সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন নিয়ন্ত্রণে মাঠে কাজ করবেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী ১৫ দিন বৈধ অস্ত্র বহন বা প্রদর্শনে নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সহিংসতার সরঞ্জাম উদ্ধারে অভিযান চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী।
অর্থ মন্ত্রণালয়ের বাজেটে নির্বাচনের জন্য ২,০৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং অপ্রত্যাশিত ব্যয়ের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে সবার চেষ্টা থাকে পরিচিতজনকে এসব পদে রাখার। এ অবস্থায় নিরপেক্ষতা নিশ...
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত...