চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাস বয়সী শিশু অজিহা আহমেদ নূরকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামু থানাধীন দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জালাল আহমেদের বাড়ি থেকে শিশু অজিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ২০২৫ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকার কবরস্থান সংলগ্ন বাবুল মিস্ত্রির বাড়ি থেকে শিশু অজিহা তার মায়ের কোল থেকে অপহৃত হয়। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত তদন্ত শুরু করে।
অনুসন্ধান ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ জানতে পারে, সুমাইয়া নামের এক নারী শিশুটিকে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছে। পুলিশ কক্সবাজারের চকরিয়া থানাধীন উত্তর বরইতলী এলাকায় অভিযান চালালে অপহরণকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে গভীর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা রামু থানাধীন মায়ানমার সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় অবস্থান করছে।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রামু থানাধীন দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জালাল আহমেদের বাড়ি থেকে শিশু অজিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একই সময় অপহরণকারী সুমাইয়া আক্তার (১৯), পিতা: আব্দুল মুজিব এবং মোঃ নুরুল আলম (৪০), পিতা: মৃত জালাল আহমেদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা শিশুটিকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
সিটিজিপোস্ট/এসএমএফ
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...