দেশের অর্থনৈতিক উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আমাদের মার্কেট সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। কমোডিটি মার্কেটের অবস্থা আরও খারাপ। সরকারি সংস্থাগুলোর তদারকি থাকা সত্ত্বেও বাজারে পণ্যের অস্বাভাবিক দামের উত্থান-পতনে ভারসাম্য নষ্ট হচ্ছে।”
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) আয়োজিত ‘অপারেশনাল ফ্রেমওয়ার্ক অব কমোডিটি ডিরাইভেটিভস মার্কেট এন্ড ইটস বিজনেস প্রসপেক্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, “চট্টগ্রামে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে যাচ্ছে এটি অত্যন্ত আশান্বিত হওয়ার মতো ঘটনা। এটি শুধু অর্থনীতির পরিধি বৃদ্ধি করবে না, বরং অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে। আমদানিকারকরা এতদিন নানা সংকটে পড়তেন, স্বচ্ছ প্ল্যাটফর্ম না থাকায়। এখন থেকে সেই সংকট কেটে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সিইসি’র এই উদ্যোগ সফল হবে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতের রাষ্ট্রীয় সেবাদানে মানুষের যেন সরাসরি অফিসে যেতে না হয়, এ ধরনের ডিজিটাল ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। এতে সেবার স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি ও ঘুষ কমবে। একই মডেল আমরা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও চালু করতে চাই। একজন বিদেশি বিনিয়োগকারী তাঁর দেশ থেকেই অনলাইনে দেখতে পারবেন কাজ কোথায় আছে, কতদিন লাগবে। এই ডিজিটাল উদ্যোগের সাথেও কমোডিটি মার্কেট সম্পর্কিত। প্রবাসী বিনিয়োগকারীরাও এতে আগ্রহী হবেন।”
কর্মশালার সভাপতিত্ব করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) এর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিইসি’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।
সিইসি’র শেয়ারহোল্ডার পরিচালক আকতার পারভেজ বলেন, “মানুষের মনে শেয়ার বাজার নিয়ে আগে থেকেই নেতিবাচক ধারণা রয়েছে। কমোডিটি এক্সচেঞ্জ যদি সঠিকভাবে চালু করা যায়, তবে এই ধারণা পরিবর্তন হবে এবং শেয়ারবাজারে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হবে।”
অনুষ্ঠানে আন্তর্জাতিক কমোডিটি বাজারের দুই বিশেষজ্ঞ কাথির কামানাথান আনামালাই এবং সুব্বিয়াহ রাজা গোপাল টেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন সিইসি’র স্বাধীন পরিচালক নাজনীন সুলতানা, শেয়ারহোল্ডার পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শামসুল ইসলাম প্রমুখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...