ফটিকছড়িতে ভুয়া দাখিলা তৈরি: দলিল লেখককে অর্থদণ্ড
২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত
ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট এলাকায় ভুয়া দাখিলা তৈরি করে দলিল রেজিস্ট্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দলিল লেখককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে মোর্শেদ নামের ওই দলিল লেখককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, "ভূমি সেবায় অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
সিটিজিপোস্ট/ এসএইচএস




