নতুন করে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ সরকার। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে এখন থেকে প্রতি বছর বড় অঙ্কের আয়কর জমা দিতে হবে। পিস্তল, রিভলবার ও রাইফেল পেতে পরপর তিন অর্থবছরে বছরে অন্তত ৫ লাখ টাকা আয়কর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে এখন থেকে আগের চেয়ে বেশি কঠোর শর্ত পূরণ করতে হবে। অন্তর্বর্তী সরকার নতুন নীতিমালা জারি করে জানিয়েছে, পিস্তল, রিভলবার ও রাইফেলের লাইসেন্স পেতে হলে পরপর তিন অর্থবছরে পাঁচ লাখ টাকা করে আয়কর প্রদর্শন করতে হবে। শটগানের ক্ষেত্রে এই অঙ্ক ধরা হয়েছে দুই লাখ টাকা।
১০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালায় লাইসেন্স ইস্যু ও নবায়নের ফি দ্বিগুণ করা হয়েছে। পিস্তল ও রিভলবারের লাইসেন্স ফি ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা এবং নবায়ন ফি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স ইস্যু ফি ২০ হাজার থেকে ৪০ হাজার এবং নবায়ন ফি ৫ হাজার থেকে ১০ হাজার টাকায় উন্নীত হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স ইস্যু ফি এখন ৫০ হাজার টাকা, যা আগে ছিল ২০ হাজার। তাদের নবায়ন ফিও বেড়ে হয়েছে ১০ হাজার টাকা। অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য ইস্যু ফি ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ এবং অস্ত্র ডিলার ও মেরামতকারীদের ফি ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।
প্রবাসী বা দ্বৈত নাগরিকদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে তিন বছর ধরে বার্ষিক ১২ লাখ টাকা রেমিট্যান্স পাঠানোর এবং বিদেশে আয়কর প্রদানের প্রমাণপত্র জমা দিতে হবে।
তবে কিছু শ্রেণির পেশাজীবীদের জন্য আয়কর শর্ত প্রযোজ্য নয়। এর মধ্যে রয়েছেন স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, উপমন্ত্রী, সিটি করপোরেশনের মেয়র, ‘ক’ শ্রেণির পৌর মেয়র, সামরিক বাহিনীর প্রথম শ্রেণির কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত বিশিষ্টজনেরা। এ ছাড়া জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডে চাকরিরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও এই ছাড়ের আওতায় পড়বেন।
নীতিমালায় বলা হয়েছে, "ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সাজা শেষে পাঁচ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, "আগ্নেয়াস্ত্রের অপব্যবহার ঠেকাতে এবং মালিকানা আরও নিয়ন্ত্রণে আনতে এই নীতিমালায় কঠোরতা আনা হয়েছে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
২০ জুলাই, ২০২৫
চার দিন পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।রোববার (২০) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রোববার রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চার দিন পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।রোববার (২০) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রোববার রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪...