রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। শনিবার রাতে এই গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব মহলে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
শনিবার (২৬ জুলাই) গুলশান এলাকার একটি বাসা থেকে আব্দুর রাজ্জাক বিন সুলাইমানসহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে রোববার শুনানি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। এই ঘটনা সামনে আসার পরপরই সংগঠনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিভিন্ন মহল থেকে তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যদিও ঘটনার পরপরই তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গ্রেফতারে পরই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রোববার বিকেলে জামিন শুনানি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যদি কেউ চাঁদাবাজি করে, তবে সেটি কতটা নৈতিক?’
ঘটনাটিকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের সাবেক নেত্রী ফাতেমা উমামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনায় ‘বিস্ময় প্রকাশের ভানকে হাস্যকর’ বলে মন্তব্য করেন। তার মতে, ঘটনার শেকড় অনেক গভীরে, আর বিস্ময় প্রকাশের ভঙ্গিমা আসলে সত্যিকারের পরিস্থিতি ঢাকার চেষ্টা।
নিজের ফেসবুক পোস্টে উমামা লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত অনেকেই এতটাই ‘বিস্মিত’ হয়েছেন যে মনে হচ্ছে, এই ঘটনায় আমিই সবচেয়ে কম অবাক হয়েছি। এই ছেলেগুলোকে তো বহুদিন ধরে নেতাদের প্রটোকল দিতে দেখেছি, সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, এমনকি সংঘর্ষের ক্ষেত্রেও তারা সামনে থেকে কাজ করেছে। সমন্বয়কদের ডানহাত-বামহাত হিসেবে এদের পরিচিতি ছিল। গুলশান-বনানী গ্যাং কালচারের সঙ্গে যুক্ত থাকার অসংখ্য অভ্যন্তরীণ অভিযোগ আগে থেকেই ছিল এদের বিরুদ্ধে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আবদুর রাজ্জাক নামের যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে, সে পুলিশ সংস্কার কমিশনের মেম্বার। অর্থাৎ গুরুত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের সে লিস্টেড ছাত্র প্রতিনিধি। বাংলাদেশে যে কালচার চলে, তাতে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনোভাবে যুক্ত, এই পরিচয়েই কেউ অর্থ উপার্জন করতে পারে বলে মনে করি।’
যদিও পরবর্তীতে তিনি পোস্টটি সরিয়ে নেন এবং আরেকটি পোস্টে ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর দায়ে দুঃখপ্রকাশ করেন। ক্ষমা প্রার্থনা করে তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘রিয়াদ শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি নন, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় নেতা ছিলেন। এভাবে সব মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রয়েছে। এরা সরকারের দাপটেই এসব চাঁদাবাজি করছে। পদ ব্যবহার করে নিয়োগ, তদবির, বদলি বাণিজ্য, মামলাবাজিসহ এমন কোনো কাজ নাই যে, তারা করছে না।’
বিশিষ্ট সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদের নেতৃত্বে এই চাঁদাবাজি সংগঠিত হয়। রিয়াদের রাজনৈতিক গুরু কে জানেন! নাহিদ ইসলাম। ফেসবুকে এমনটাই বারবার লিখে পোষ্ট করত রিয়াদ! চাঁদাবাজ রিয়াদ আবার স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের ছাত্র প্রতিনিধি! এগুলোই কি নতুন ভন্ডোবস্ত।’
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বৈষম্য বিরোধীর ব্যানার কারো বাপরে কাছে ইজারা দেওয়া হয়নি। এটা আমার, আপনার সকলের ব্যানার। এই ব্যানারটাকে কেন বিলুপ্ত করা হচ্ছে না? এই চাঁদাবাজি করার জন্য, চিটার-বাটপারি, ধান্দাবাজি করার জন্য! চাঁদাবাজদের সতর্ক করে তিনি বলেন, ‘এভাবে কেউ অপকর্ম করলে ধরে এনে উন্মক্তভাবে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদের বিচার করা হবে।’
চাঁদাবাজির ঘটনায় কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, ‘সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে এটা নতুন কিছু নয়। এটা একটা গ্রুপ যারা সারাদেশে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে এবং বিভিন্ন সময় বিএনপির ওপর দায় ছাপিয়ে দেয়। গুলশানের মত একটি সোসাইটিতে বাসার ভিতরে ঢুকে চাঁদাবাজি করতেছে, সেটা নিয়ে কোন দল কথা বলছেনা। চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নিরব ভুমিকা পালন করছে।’
এদিকে কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবোরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করেছে সংগঠনটি। রোববার (২৭ জুলাই) বিকালে শাহবাগে এক জরুরী সংবাদ সম্মেলনে এই স্থগিতের ঘোষণা দেন বৈষম্যবোরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সভাপতি রিফাত রশিদ।
সিটিজি পোস্ট/ এসএমএফ
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...