নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই ভোটকেন্দ্রে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে আয়োজনের জন্য কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে। নির্বাচন কাঠামো ও জনবল গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতের জন্য প্রস্তুতি চলছে।
সিইসি জানান, নির্বাচন সংশ্লিষ্ট কেউই কোনো প্রার্থী বা দলের পক্ষে-বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, গত নির্বাচনে দায়িত্বে অবহেলা করা প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাগরিকদের উদ্দেশে সিইসি বলেন, ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি ঈমানি দায়িত্বও। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআইএ) ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা প্রতিহত করার চেষ্টা চলছে।
সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে স্বাধীনতা থাকবে, তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভাগের সব জেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৮ আগস্ট, ২০২৫
সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সংরক্ষণে মহাপরিকল্পনা চূড়ান্তের পথে রয়েছে অন্তর্বর্তী সরকার। দ্বীপটির প্রতিবেশ পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের জীবিকা নিশ্চিতে নেয়া হয়েছে একাধিক কার্যক্রম। পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বিকল্প আয়ের পথ খুঁজে বের করতে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।পরিবেশ, বন...
৮ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
৮ আগস্ট, ২০২৫
সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সংরক্ষণে মহাপরিকল্পনা চূড়ান্তের পথে রয়েছে অন্তর্বর্তী সরকার। দ্বীপটির প্রতিবেশ পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের জীবিকা নিশ্চিতে নেয়া হয়েছে একাধিক কার্যক্রম। পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বিকল্প আয়ের পথ খুঁজে বের ক...