ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া রিকশাচালক আজিজুর রহমান (২৭) জামিন পেয়েছেন। আজ রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।
আজিজুর রহমানের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী সাংবাদিকদের জানান, তাঁর মুক্তিতে কোনো আইনি বাধা নেই।
এর আগে শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় ধানমন্ডি থানা-পুলিশ। ওইদিনই তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত তখন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে। এ সময় তিনি বলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম। আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য আসিনি।”
তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে দাবি করেন, মামলার প্রত্যক্ষদর্শী ও বাদীর জিজ্ঞাসাবাদে আজিজুরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ধানমন্ডি ৩২-এ গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহতও হন। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জেলহাজতে রাখা জরুরি বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকায় একটি মিছিল যাচ্ছিল। ওই সময় বেলা আড়াইটায় মিছিলে গুলি, পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে আহত হন মো. আরিফুল ইসলাম। দীর্ঘ দুই মাস চিকিৎসার পর তিনি সুস্থ হন। পরে চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন আরিফুল।
এই মামলায়ই গ্রেপ্তার দেখানো হয়েছিল আজিজুর রহমানকে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...