রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বৈঠকে জানানো হয়, নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
বৈঠকে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা শিগগিরই নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল (২৫ জুলাই) দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।
সরকারের উচ্চপর্যায়ে গৃহীত এই সিদ্ধান্তগুলো আগামী দিনে দুঃখজনক এ ঘটনার ক্ষত প্রশমনে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সিটিজিপোস্ট/আরকে
৫ আগস্ট, ২০২৫
জুলাই বিপ্লবের নতুন ক্যালেন্ডারে তখনও “৩৬ জুলাই”।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “ঢাকামুখী মহামিছিল” ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ঢাকামুখী হয়েছিল। উত্তরা মহাসড়ক অবরোধ করেছিল জনতা।হঠাৎ খবর এল—উত্তরার অবস্থান থেকে সেনাবাহিনী সরে গেছে। যাত্রাবাড়ীতে তখনও চলছিল গোলাগুলি আর বিশৃঙ্খলা। চাঁনখারপুলে গুলি চালাচ্ছিল পুলিশ। তারপর এল সেই খবর, যা বদলে দিল সবকিছ...
৪ আগস্ট, ২০২৫
৪ আগস্ট, ২০২৫
৪ আগস্ট, ২০২৫
৪ আগস্ট, ২০২৫
৩ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
জুলাই বিপ্লবের নতুন ক্যালেন্ডারে তখনও “৩৬ জুলাই”।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “ঢাকামুখী মহামিছিল” ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ঢাকামুখী হয়েছিল। উত্তরা মহাসড়ক অবরোধ করেছিল জনতা।হঠাৎ খবর এল—উত্তরার অবস্থান থেকে সেনাবাহিনী সরে গেছে। যাত্রাবাড়ীতে তখন...