স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ইসলামী যে ‘ভুল’ করেছে, তা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই সঙ্গে তিনি দলটিকে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, “ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। এতে অন্তত কিছুটা হলেও অতীতের ভুল মোচন হতে পারে। আর যদি নির্বাচন প্রতিরোধে রাস্তায় নামেন, তাহলে সেই ভুল আরও বড় হবে।”
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে জামায়াত যে ভুল করেছে, তা এখনো সংশোধনের সুযোগ রয়েছে। তিনি অতীতে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে বিএনপি জামায়াতের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় জামায়াতের সামনে গণমানুষের কাছে নিজেকে গ্রহণযোগ্য করার সুযোগ তৈরি হয়েছিল। তবে সে সুযোগ কাজে লাগাতে না পারায় বিএনপি নিজেই ক্ষতিগ্রস্ত হয়।
দুদু বলেন, “এই স্মৃতি মনে রাখা দরকার। জাতীয় স্বার্থে অতীত ভুল শুধরে সামনে এগিয়ে গেলে সেটি আপনার এবং দেশের জন্যই মঙ্গলজনক হবে।”
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, “আওয়ামী লীগ ছিল, এখন হারিয়ে গেছে।” তার দাবি, বিএনপিই এখন একমাত্র দল যার শিকড় দেশের সর্বস্তরে বিস্তৃত। তিনি বলেন, “যেখানে ১০ জন আছে, সেখানে ৬-৭ জন বিএনপির সমর্থক।”
তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে ঠেকাতে নানা ধরনের অজুহাত, বিভ্রান্তি ও নাটক সৃষ্টি করা হচ্ছে। তাঁর মতে, “বিএনপি যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে দেশ রক্ষায় পুলিশেরও প্রয়োজন হবে না, জনগণই তা পারবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কিছু দল নির্বাচনবিরোধী অবস্থান নিচ্ছে এবং পথে নামার হুমকি দিচ্ছে। দুদু বলেন, “নির্বাচন না হলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে।”
ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে বিএনপি বিশ্বাস করে এবং এ উদ্যোগকে দলটি সমর্থন করছে।
স্বাধীনতা-পরবর্তী সময়ের প্রসঙ্গে দুদু বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে জাতি যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। ৪০ হাজার বিরোধী দলের নেতা নিহত হন, দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যায়।” তিনি আরও বলেন, “যারা ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত সময়কাল প্রত্যক্ষ করেনি, তারা কেবল বই পড়ে সে সময়ের প্রকৃত চিত্র বুঝতে পারবে না।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...