সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে এ আবেদন করা হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, দুদকের একাধিক মামলার আসামি সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে আবেদন করা হয়েছে। শুনানির জন্য আগামী রোববার (২১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত।
আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই অনুসন্ধানের দায়িত্ব পান দুদকের উপপরিচালক মশিউর রহমান।
চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত তাদের নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন। এ ছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়, যেখানে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা রয়েছে। একইসঙ্গে ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে কোন কর্মকর্তা ও কর্মচারী কী দায়িত্ব পালন করেছিলেন—সে বিষয়ে লিখিত তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে এ তথ্য নিচ্ছে।সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতী...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে কোন কর্মকর্তা ও কর্মচারী কী দায়িত্ব পালন করেছিলেন—সে বিষয়ে লিখিত তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর...