চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যাননি। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে।
বুধবার (৩০ জুলাই) চট্টগ্রামে জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসাইন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ৩০ জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত ২ জন। তারা দুজনই নগরীর বাসিন্দা। উপজেলায় নতুন করে কেউ শনাক্ত হননি।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ জন।
এছাড়া চট্টগ্রামে মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১১২ জন ও নারী ১১৫ জন। করোনায় মৃত্যুর মোট ৮ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৫ জন।
এই পর্যন্ত উপজেলাগুলোর মধ্যে সর্বাধিক আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সাতকানিয়া (৩৩ জন), ফটিকছড়ি (৩১ জন) ও হাটহাজারীতে (২৭ জন)। তবে গত ২৪ ঘণ্টায় কোনো উপজেলায় নতুন আক্রান্ত পাওয়া যায়নি।
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির তথ্যও দেওয়া হয়েছে সিভিল সার্জনের প্রতিবেদনে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন। চলতি বছরে (জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬৪ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ জনের।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬৪ জন শিশু, ৮৬৬ জন পুরুষ এবং ৮৩৪ জন নারী রোগী রয়েছেন। আর ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৩ জন পুরুষ এবং ৫ জন নারী।
বর্তমানে হাসপাতাল ও অন্যান্য স্থানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৯ জন।
সিটিজিপোস্ট/এসএমএফ
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...