গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পূর্বঘোষিত কর্মসূচি ‘মার্চ টু গোপালগঞ্জ’ শেষে ফেরার পথে গাড়িবহর ও কেন্দ্রীয় নেতাদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেইট এলাকায় এ কর্মসূচি পালন করেন এনসিপির চট্টগ্রাম মহানগর নেতারা। এ সময় তাঁরা গোপালগঞ্জের হামলায় জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের বিচারের দাবিতে স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, জোবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা, গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ, যুগ্ম সদস্যসচিব রিজাউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ (দক্ষিণাঞ্চল) সিটিজিপোস্টকে বলেন “গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ইন্টেরিম প্রশাসনের ব্যর্থতা। এই হামলার প্রতিবাদে আমরা সারাদেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নাহিদ ইসলামের কথায় আমরা ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছি, তবে রাজপথে আমাদের অবস্থান থাকবে।”
এনসিপির উপর হামলাকে রাজনৈতিক দলগুলো যদি শুধু এনসিপির নিজেদের সমস্যা মনে করে, তাইলে বলে দিতে চাই, সময় বেশিদিন নেই তারা ঐক্যবদ্ধ হয়ে অন্য দলের উপরও আক্রমণ করবে। লীগের খতমের ন্যারেটিভ এরকম। এই বয়ানরে ধ্বংস করতে হবে আমাদের।- যোগ করেন তিনি।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, ”আওয়ামী দোসরদের ঠিকানা এই বাংলায় হবেনা। যারা আবারও আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে, যেখানে প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করে, এই অন্তভর্তীকালীন সরকার আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যদি এই সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, জুলাই অভ্যূত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও গোপালগঞ্জের মত জায়গায় আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে নয়। গোপালগঞ্জকেও আওয়ামী দোসরমুক্ত করা হবে।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) চট্টগ্রামের আহবায়ক রিজাউর রহমান বলেছেন, ”আমরা ২ নং গেইটের ব্লকেড তুলে নিয়েছি তবে রাজপথ ছেড়ে যাইনি।”
এর আগে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে নেতা–কর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। বেলা পৌনে তিনটার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশস্থল ত্যাগ করার সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রাত ৮টা থেকে পরদিন বিকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষে অন্তত চার জন নিহতের খবর বিবিসি বাংলা নিউজ সূত্রে জানা গেছে।
সিটিজিপোস্ট/এসএমএফ
১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সমালোচনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না, তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের চিড় ধরবে।”বুধবার (১৬ জুলাই) চট্...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সমালোচনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি কর...