চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা, প্রশাসনের ব্যর্থতা এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে কলার ঝুপড়ি ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটির সমাপ্তি হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, "শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। অথচ, এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং ব্যর্থ প্রক্টরিয়াল বডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, ‘প্রশাসনকে লাল কার্ড’, ‘প্রক্টরকে লাল কার্ড’, ‘নারী বিদ্বেষী প্রশাসন লাল কার্ড’, ‘জমিদারের জমিদারি চলবে না’, ‘জমিদার তুই চবি ছাড়’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, "চবিতে জামায়াত নেতার নব্য জমিদারি প্রথা প্রতিষ্ঠা করা হচ্ছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের সঙ্গে রেজিস্ট্রারের অগ্রহণযোগ্য আচরণ নজিরবিহীন। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। চাটুকার দালালেরা সাবধান, সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননকে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘ইতিহাস পরিবার’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক হেনস্থার প্রতিবাদে স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় তারা স্লোগানে স...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননকে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘ইতিহাস পরিবার’ ব...