চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ প্ল্যাটফর্ম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রক্টর অফিসের সামনে প্রদর্শনী ও সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি উত্থাপন করেছে তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, ইশতিয়াক আহাম্মেদ , সুসান কবির, ওমর সমুদ্র এবং সাদিয়া আফ্রিন নিপা।
প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সংঘর্ষের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লিপ্তভাবে নিয়োগ কার্যক্রম চালিয়েছে। তাদের দাবি, প্রশাসনের অবহেলায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হয়। এ ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান তারা।
‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ প্ল্যাটফর্মের সাত দফা দাবিগুলো হলো— আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসা প্রদান, নিরাপত্তাহীন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা এবং আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধারে পদক্ষেপ, চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার ও নিরপরাধ এলাকাবাসীদের হয়রানি বন্ধ, দ্বন্দ্ব নিরসনে উভয়পক্ষের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন এবং তিন মাস অন্তর বৈঠক, সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ প্রকাশ এবং বাস্তবায়ন, শিক্ষার্থী আহতের দায় নিয়ে প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ।
সংবাদ সম্মেলন শেষে হামলার আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আহত শিক্ষার্থীদের ছবি এবং প্রক্টর অফিসে ছিটানো প্রতীকী রক্তের দৃশ্য তুলে ধরা হয়।
উল্লেখ্য, গেলো ৩১ আগস্ট রাত বারোটার দিকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাঁধে। টানা দুই দিনব্যাপী এ ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়, জোবরা ও ফতেপুর এলাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর পর থেকেই প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
সিটিজিপোস্ট/এমএইচডি
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনা...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অ...