চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখা।
সম্প্রতি এক সভায় সিরাজুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।" তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আমীর মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।
জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, "সিরাজুল ইসলামের বক্তব্য তার ব্যক্তিগত, সংগঠনের অবস্থান নয়। দলটি মনে করে এ ধরনের মন্তব্য বিনয় পরিপন্থী এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, বরং পরস্পরের পরিপূরক। অতীতের মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হয়। সাম্প্রতিক ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রতি সমবেদনা জানানো হয়।
এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সজাগ থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৭ সেপ্টেম্বর, ২০২৫
চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রীজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।রবিবার বিকালে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া হয়। মেয়র বলেন, "নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রীজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।রবিবার বিকালে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর...