চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননকে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘ইতিহাস পরিবার’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক হেনস্থার প্রতিবাদে স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় তারা স্লোগানে স্লোগানে বলেন, ‘শিক্ষকের লাঞ্ছনা, মানি না মানবো না’, ‘মববাজের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লাল সন্ত্রাসীর কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।
মানববন্ধনে ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ শাহীন আলম বলেন, "আমাদের ইতিহাস বিভাগের সম্মানিত শিক্ষক নুরুল হামিদ কানন স্যারকে গতকাল বামপন্থী সংগঠনের কয়েকজন অযথা লাঞ্ছিত ও হেনস্তা করেছে। এর প্রতিবাদেই আমরা আজকের মানববন্ধন আয়োজন করেছি। গত ৩১ আগস্ট কানন স্যারের ভূমিকাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু তিনি ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেছেন। তারপরও তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক আচরণ ও মব করার চেষ্টা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে দুঃখিত করেছে। আমরা ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
একই বিভাগের শিক্ষার্থী সাজেদুর রহমান মারুফ বলেন, "গতকাল আমাদের একজন শিক্ষককে পরিকল্পিতভাবে মব গঠন করে হেনস্তা করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, ঘটনার পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা দৃঢ়ভাবে বলেছি যারা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি প্রশাসন তা করতে ব্যর্থ হয়, তবে তাদের গদিতে বসে থাকার কোনো অধিকার নেই।’
তিনি আরও বলেন, "চবিতে একটা মহল ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছুদিন আগে তারা একজন সম্মানিত শিক্ষকের ওপর শারীরিক হামলার মতো লজ্জাজনক ঘটনা ঘটায়। অথর্ব প্রশাসন নাটকীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও পরে আবার তাদের ফিরিয়ে দেয়। এর ধারাবাহিকতায় নুরুল হামিদ কানন স্যারকে পরিকল্পিতভাবে হেনস্তা করা হয়েছে। কিন্তু প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা স্পষ্ট করে জানাচ্ছি শিক্ষক হেনস্থায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় প্রশাসন গদিতে বসে থাকার কোনো অধিকার নেই।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
৭ সেপ্টেম্বর, ২০২৫
চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রীজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।রবিবার বিকালে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া হয়। মেয়র বলেন, "নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রীজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।রবিবার বিকালে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর...