স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি সরকার থেকে সরে দাঁড়াবেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ঠিকানা টিভির একটি টকশোতে তিনি এ ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, “আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা সক্রিয়, তাদের সরকারের দায়িত্বে থাকা উচিত নয়। তাই তফসিল ঘোষণার আগেই আমি পদত্যাগ করব।”
তিনি জানান, এখনও সিদ্ধান্ত নেননি তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা। জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকা আসিফ মাহমুদ টকশোতে অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রম, সামরিক বাহিনীর ভূমিকা, জুলাই আন্দোলনের মিত্রদের বিভাজন, আসন্ন জাতীয় নির্বাচন এবং নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন তার দায়িত্বের অংশ। এগুলো সম্পন্ন না হলে তা ঐতিহাসিক দায় হয়ে থাকবে। তিনি দাবি করেন, সরকারে থাকা তার উদ্দেশ্য ক্ষমতার লোভ নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করাই মূল লক্ষ্য।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুরুতে মেনে নিতে না চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকার গঠনের আগের ঘটনা এবং পরবর্তীতে সেনাপ্রধান রাজি হন।
এছাড়া, তিনি জানান যে বিভিন্ন রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে এবং কেউ কেউ জাতীয় পার্টিকে প্রধান বিরোধীদল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। তার মতে, ড. ইউনূস সরকারের ভেতরে একাধিক ক্ষমকেন্দ্র কাজ করছে, যার মধ্যে সামরিক বাহিনীও অন্যতম।
কুমিল্লার মুরাদনগরের সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগগুলো রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেন এবং আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান। তিনি স্পষ্ট করেন, মুরাদনগর নয়, জাতীয় পর্যায়ে এবং বিশেষত ঢাকায় তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ইচ্ছা রয়েছে।
১৫ আগস্ট, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলেল তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।ফুলেল তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়া...
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলেল তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খ...