চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিউটি ক্রিম ও বিদেশি সিগারেটসহ দুজন যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা। রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক যাত্রীরা হলেন—ফেনীর মো. আরিফুল ইসলাম এবং চট্টগ্রামের মোশাররফ হোসেন। তারা দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান— “তাদের ব্যাগেজ তল্লাশিতে ১৬৫ কার্টুন বিদেশি সিগারেট ও ২,০৭৬টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম পাওয়া যায়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৩ লাখ টাকা।”
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরে যৌথ নজরদারি জোরদার করেছেন। আটক যাত্রীদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে এবং তাৎক্ষণিক জরিমানাও আদায় করা হয়েছে।
প্রকৌশলী খলিল বলেন— “ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির সফল অভিযানে এনএসআই ও কাস্টমস কর্মকর্তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...