দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গত ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে।
সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো রাজধানীসহ বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, প্রতারক, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত রয়েছেন।
অভিযানে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৮ রাউন্ড খালি কার্তুজ, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সাধারণ জনগণকে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ করবেন। সেই সঙ্গে এ প্রক্রিয়া ধাপে ধাপে সব সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করার আশ্বাসও দিয়েছিলেন।...
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ কর...