ছয়টি বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও পূর্ণবহালের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে চাকরিচ্যুতরা পটিয়া মাঠে জড়ো হয়ে বিভিন্ন ব্যাংকের ১৬টি শাখায় তালা মেরে দেন।
অভিযোগ অনুযায়ী, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এসব কর্মীকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়। তাদের অধিকাংশ পটিয়া উপজেলার বাসিন্দা।
বিক্ষোভকারীরা দ্রুত পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন গনঅধিকার পরিষদের দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সেক্রেটারি আলি হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারু, সাংবাদিক মফিজুল ইসলাম, বোরহান উদ্দিনসহ অনেকে।
জনতা ব্যাংকের পটিয়া শাখা ব্যবস্থাপক নাজিম উদ্দিন জানান, আন্দোলনের কারণে গ্রাহকরা এসে ফিরে যাচ্ছেন। পটিয়া থানার ওসি মো. নূরুজ্জামান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
১৫ আগস্ট, ২০২৫
বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো.আবদুল্লাহ আল আহাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আহাদ আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মো. লোকমানের ছেলে। তিনি আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা...
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১১ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো.আবদুল্লাহ আল আহাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আহাদ আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মো. লোকমানের ছেলে। তিনি আ...