প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেই অনুযায়ী নির্বাচন হবে।’
শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজ শেষে শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বর্ষা মৌসুম শেষ হলে পাড়া-মহল্লা জুড়ে বইবে নির্বাচনী হাওয়া, আর দেশবাসী প্রত্যক্ষ করবে নির্বাচনের মহোৎসব।
জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কাজ অব্যাহত রয়েছে এবং দ্রুত অগ্রসর হচ্ছে, যা ইতোমধ্যেই দৃশ্যমান।
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ করবেন। সেই সঙ্গে এ প্রক্রিয়া ধাপে ধাপে সব সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করার আশ্বাসও দিয়েছিলেন।...
১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৪ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট, ২০২৫
ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন - তার উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নিজেদের আয় ও সম্পদের বিবরণ জনগণের সামনে প্রকাশ কর...