চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন এবং তার দুই ছেলে মো. ফয়সাল (২৬) ও মো. মিশাল (২৩) গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকা সন্ত্রাসীরা রফিক উদ্দিনের ওপর হামলা চালায়। তার চিৎকারে ছেলেরা ছুটে এলে তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। এতে তিনজনই আহত হন।
প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।