বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইকে ঘিরে উঠে এসেছে নতুন অভিযোগ। পুলিশের বিশেষ শাখা (এসবি) নথি বলছে, বইটি আসলে সংকলন করেছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। এর বিনিময়ে তিনি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ পান, আর সহযোগীরা পান কোটি টাকার ফ্ল্যাট ও নগদ অর্থ।
স্পেশাল ব্রাঞ্চ প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনার আস্থা ও আনুগত্য অর্জনের জন্যই এ কাজ করেছিলেন জাবেদ ও তার দল। বই প্রকাশের পর ২০১৮ সালে তাকে আইজিপি নিয়োগ দেওয়া হয়। এ সময় সহযোগীদের ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুর এলাকায় ফ্ল্যাট এবং এক কোটি টাকা করে দেওয়া হয়। তত্ত্বাবধান করছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
তবে ২০১২ সালে বইটি প্রকাশের সময় শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর বইটি প্রস্তুত করা হয়। তিনি প্রায়ই এই বই থেকে উদ্ধৃতি দিতেন এবং নেতাকর্মীদের শিক্ষা নিতে বলতেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “এটি দুর্নীতি। দুর্নীতি দমন কমিশনের উচিত এ নিয়ে তদন্ত করা।” তার মতে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজে বা অন্যকে আর্থিকভাবে লাভবান করা, রাষ্ট্রীয় তহবিল আত্মসাৎ বা নথি গায়েব করা সবই অপরাধের মধ্যে পড়ে।
সাবেক আইজিপি নুরুল হুদাও মনে করেন, অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করা জরুরি। একইসঙ্গে সাবেক পুলিশ প্রধান চৌধুরি মামুন তার জবানবন্দিতে দাবি করেছেন, ২০১৮ সালের “রাতের ভোট”ও হয়েছিল জাবেদ পাটোয়ারীর পরামর্শে।
সরকারি একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রদূতের পদ থেকে অপসারণের পর দেশে ফেরার নির্দেশ পেলেও জাবেদ যুক্তরাষ্ট্রে চলে যান। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।
সূত্র: চ্যানেল 24
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...